শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ধোবাউড়ায় সাতার খালী নদীর সেতুর নির্মাণ কাজ শুরু 

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ধোবাউড়ায় সাতার খালী নদীর সেতুর নির্মাণ কাজ শুরু 

দীর্ঘ প্রতীক্ষার পর ময়মনসিংহের ধোবাউড়া-পোড়াকান্দুলিয়া জিসি সড়কের সাতার খালী নদীর ওপর পুরানো সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় শুরু হলো নতুন ব্রিজের নির্মাণ কাজ। এরমধ্যে কার্যাদেশ পেয়ে প্রকল্প এলাকায় শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের পাইলিংয়ের কাজ।

 ৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ময়মনসিংহ- ১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের এমপি মাহমুদুল হক সায়েমের চেষ্টায় সেতুটির নির্মান কাজ শুরু হয়েছে। উপজেলা সদর বাজার সাতার খালী নদীর ওপর পুরাতন সেতুটি খুবই অপ্রশস্ত সাইকেল, রিকশা, ভ্যান, নছিমন, করিমন, মাহেন্দ্র বাস, ট্রাকসহ বহু গাড়ি এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে থাকে। 

এই অপ্রশস্ত সেতুটিতে দুটি বড় গাড়ি একই সঙ্গে সাইড দিয়ে চলাচল করতে পারে না। ফলে প্রতিদিন তীব্র যানজট লেগেই থাকে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন ব্রিজটি নির্মাণ হলে সব বাস ও ট্রাক এ ব্রিজ দিয়ে সহজে চলাচল করতে পারবে। 

উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, নতুন সেতুটি নির্মিত হলে উপজেলাবাসীর অর্থনৈতিক চাকা ঘুরবে। 

উপজেলা প্রকৌশলী আবুবক্কর সিদ্দিক বলেন, সেতুটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি পোড়াকান্দুলিয়া গামারিতলা দক্ষিণমাইজপাড়াসহ তিনটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। 

বাজার বনিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন বলেন, নতুন ব্রিজটি নির্মাণ হলে বিভিন্ন এলাকা থেকে মালামাল আসা যাওয়ার সুবিধা হবে।

টিএইচ